
বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার শায়খ আলি জাবের আল-হাদরামি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্দোনেশিয়ার ইয়ারসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শায়খ আলি বিন সালেহ বিন মুহাম্মাদ বিন আলি জাবের আল হাদরামি ইন্দোনেশিয়ার প্রখ্যাত আলেম এবং প্রভাবশালী দাঈ ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্দোনেশিয়া আল ইয়াওম, সৌদির শিক্ষা, ইতিহাস ও দাওয়াত বিষয়ক ব্যক্তিত্ব আবু উসামাসহ আরববিশ্বের বিশিষ্ট ব্যক্তি ও অনেক প্রতিষ্ঠানের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন।
আলজাজিরা জানিয়েছে, মহামারি করোনায় আক্রান্ত হয়ে ১৯ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে ইন্দোনেশিয়ার সবচেয়ে প্রভাবশালী ইসলামিক স্কলার ও ধর্ম প্রচারক শায়খ আলি জাবেরকে ইন্দোনেশিয়ার জাকার্তায় পশ্চিমাঞ্চলীয় শহর তাংরাং-এর মাহাদ দারুল কুরআনের পাশে অবস্থিত কবরস্থানে দাফন করা হয়।
কে এই আলি জাবের আল-হাদরামি
১৯৭৬ সালের ৩ ফেব্রুয়ারি শায়খ আলি বিন সালেহ বিন মুহাম্মাদ বিন আলি জাবের আল হাদরামি পবিত্র নগরী মদিনায় জন্মগ্রহণ করেন। ১০ বছর বয়সে পবিত্র কুরআন হেফজ সম্পন্ন করেন।
মক্কা, মদিনা, রিয়াদ, আল-কসিমসহ সৌদির বিভিন্ন অঞ্চলের আলেমদের কাছে তিনি ফেকাহ, হাদিস, তাফসির ও তাওহিদ বিষয়ে ইসলামি ও আধুনিক জ্ঞান অর্জন করেন। শায়খ খলিল আবদুর রহমান, শায়খ মহাম্মদ আদ দেহলভি ও শায়খ আবু জানাদ আবদুত তাওয়াবসহ বিভিন্ন আলেমদের কাছে ইলমে কেরাতের উপর বিশেষ উচ্চতর শিক্ষা গ্রহণ করেন।