
ডেস্ক আগামী ২৫ থেকে ২৬ জানুয়ারির মধ্যে দেশে সেরামের টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, যারা টিকা নিয়ে কাজ করছে, সবার সঙ্গে কথা বলে এটা নিয়ে আসা হচ্ছে। আশা করি সবাইকে আমরা টিকা দিতে পারবো।
তিনি বলেন, সেরামের পাশাপাশি ভারত সরকার বাংলাদেশকে উপহার হিসেবে কিছু টিকা দেবে। এমনও হতে পারে সেরামের প্রথম ডোজ আসার আগেও উপহারের টিকা আসতে পারে। তবে শিগগিরই আসবে। এটি যেহেতু রাষ্ট্রীয় বিষয় তাই এখনই তারিখটা বলছি না।
মন্ত্রী বলেন, নীতিমালা মেনে প্রাইভেট সেক্টরে যেকোনো প্রতিষ্ঠান চাইলেই ভ্যাকসিন আনতে পারবে। তবে দামে বিষয়ে সরকারের নিয়ন্ত্রণ থাকবে।
গ্লোব বায়োটেকের ভ্যাকসিন সম্পর্কে মন্ত্রী বলেন, বঙ্গোভ্যাক্সকে সাধুবাদ জানাই। পরবর্তী ধাপগুলোতে প্রয়োজনে যেকোনো সহায়তা দেবে সরকার।