নরসিংদীর মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নে জাহাঙ্গীর ও দেলোয়ার বাহিনীর তাণ্ডবলীলায় নিহত ১

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর জেলার মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের পৃর্ব শত্রুতার জের দরে তান্ডব চালায় জাহাঙ্গীর ও দেলোয়ার বাহিনি গত ৯.৫.২০২০ ইং তারিখ আনুমানিক সন্ধা ৬.০০ ঘটিকায় জাহাঙ্গীর ও দেলোয়ার ৫০/৬০ জনের সন্ত্রাসী বাহিনী চাপাতি রাম দা ককটেল টেটা হকিস্টিক বল্লম ও দেশি অস্ত্র নিয়ে ইউনিয়নের দেয়োনী গ্রামের জামালের বাড়ীতে আক্রমন করে এতে বাধা দিলে ১০/১২ জনকে মেরে মারাত্তক ভাবে আহত করেন যার মধ্যে ছিলেন জামালের ভাই সহজ সরল আনোয়ার যিনি মাছ বিক্রি করে সংসার চালান সে অসহায় মানুষটির উপর জাহাঙ্গীর তার হাতে থাকা টেটা দিয়ে আনোয়ার কে একাদিক আঘাত করলে আনোয়ার চিৎকার করে মাটিতে লুটে পড়ে তাকে প্রতিবেশীরা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় আনোয়ারের হাতে মাথায় ও পেটের ডান সাইডে টেটা বৃদ্ধ হয় এ বিষয়ে নরসিংদী বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন সদর হাসপাতাল থেকে দির্ঘদীন চিকিৎসা নিয়ে একটু ভালো হলে বাড়ীতে যান আনোয়ার কিন্তু সন্ত্রাসীদের ভয়ে আর নিজ বাড়ীতে যেতে পারেননি ছিলেন অন্তরামপুর তার শশুড়বাড়ীতে কিছু দিন পর তার শরিলের ক্ষতর স্থানের জায়গায় আবার সমস্যার দেখা দিলে তাকে হাসপাতালে নিয়ে আসার জন্য অন্তরামপুর থেকে নৌকায় তুলেন সে নৌকা আর আনোয়ারকে নিয়ে আসতে পারেননি হাসপাতালে নৌকাতেই শেষ নিশাষ ত্যাগ করেন আনোয়ার এলাকাবাসি জানান যে দেলোয়ার ও জাহাঙ্গীরের অত্যাচারে তারা শান্তিমত এলাকায় বসবাস করতে পারেননা ব্যবসা করতে পারেন না তারা এই অত্যাচারের হাত থেকে বাচতে প্রষাশনের সু দৃষ্টি কামনা করেন ইন্তেকালের সময় আনোয়ার রেখে যান ২ ছেলে আর ২ মেয়ে আর কত শিশু এতিমহলে আর কত মায়ের বুক খালি হলে আর কত নারী বিধবা হলে প্রশাষনের টনক নড়বে এমন প্রশ্ন এলাবাসির