পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দলের দুই সদস্যকে আটক
পলাশবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহ দলের দুই সদস্যকে আটক

এন এম সরকার- গাইবান্ধার পলাশবাড়ীতে নিষিদ্ধ সংগঠন আল্লার দলের দুই সদস্যকে আটক করেছে গাইবান্ধা র্যাব-১৩। ২৯ জানুয়ারী শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ সহকারী পরিচালক মিডিয়া অফিসার হালিউজ্জামান।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মেরীরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জিহাদি বই এবং উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট এলাকার মৃত উসমান গণি মন্ডলের ছেলে আব্দুল আলীম মন্ডল,খাজা মিয়ার ছেলে শফিউল ইসলাম।
গ্রেপ্তারকৃত আব্দুল আলীম মন্ডল ইতিপূর্বে নিষিদ্ধ সংগঠন ‘আল্লার দল’ এর কুড়িগ্রাম জেলার প্রধান সমন্বয়ক/সার্বক্ষণিক এর দায়িত্বে নিয়োজিত ছিল এবং শফিউল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় সাংগঠনিক কাজের সাথে সম্পৃক্ত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।