
সকাল ৮টা থেকে ভোট শুরু হলে ১৬টি কেন্দ্রই ছিল নৌকার লোকজনের দখলে। এজেন্ট বের করে দেওয়া, জোর করে ভোট নেওয়াসহ নানা অনিয়ম আর অভিযোগে ভোট বর্জন করেছে বিএনপির মেয়র প্রার্থী হাবিবুর রহমান বুলেট। দুপুর ১২টার দিকে দর্শনা পুরাতন বাজারে সংবাদকর্মীদের সামনে ব্রিফিং করে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
এদিকে ভোট সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে বলে দাবি করে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. মতিয়ার রহমান। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল সরকার ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে।