
এন এম সরকার-
সর্বজন শ্রদ্বেয় ব্যক্তিত্ব,বিশিষ্ট কবি, সাহিত্যিক,গীতিকার, সুরকার,মুক্তিযুদ্ধ ও পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক, অধ্যক্ষ হাসান আজিজুর রহমান স্যার (৯০) ৫’ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৫’টায় বার্ধক্য জনিত কারনে ঢাকায় তার ছেলের বাসায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
হাসান আজিজুর রহমান স্যার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার ৬’ফেব্রুয়ারী সকাল ১১টায় পলাশবাড়ী এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন গাইবান্ধা-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি এমপি,ও পলাশবাড়ী পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।