
ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে আনসার সদস্য সোহেল রানার (৩০) অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় তার বাবা ও মা।
শনিবার ভোরবেলা স্ট্রোক করলে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত সোহেল রানা উপজেলার মধুপুর গ্রামের সরিফুল ইসলামের একমাত্র ছেলে। তিনি বেসরকারি ভাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তার এক ছোট বোন রয়েছে।
সোহেলের বাবা জানান, ছেলেকে অনেক স্বপ্ন নিয়ে বড় করেছি। মাত্র চাকরি হলও। এরই মধ্যে আমাদের ছেড়ে চলে গেলো। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে বড় কষ্ট আর হতে পারে না।
জানা গেছে, শনিবার বিকাল সাড়ে ৪টার সময় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।