
এন এম সরকার-
গাইবান্ধা অবৈধ যানবাহন বন্ধে জেলা পুলিশের অভিযান শুরু হয়েছে।সকালে শহরের বিভিন্ন পয়েন্টে এ অভিযান শুরু করা হয় ।
জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের দিক নিদেশনায় জেলা ট্রাফিক পুলিশ এ অভিযান পরিচালনা করেন, এসময় শহরের ব্রীজ রোড় থেকে ১৫টি কাকড়া (ট্রাকটর) ও নছিমন, হলার আটক করা হয়।
এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলায় ৪টি কাকড়া (ট্রাকটর), গোবিন্দগঞ্জ উপজেলায় ২টি ভটভটি ও পলাশবাড়িতে ২টি নসিমন
আটক করা হয়েছে।
সম্প্রতিক জেলায় ট্রাকট্রর বেপরয়া চালানের কারনে প্রায় সমায়ে সড়ক দূঘঁনায় বেড়ে যাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানা গেছে, শুধু আটক নয় জেলা প্রশাসক ও বিআরটিএর ভ্যামমান আদালতের মাধ্যামে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী করেন স্থানীয়রা।