
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইল সদর থানার পুলিশের অভিযানে নিয়মিত মামলা নং ০২ ইং ০১/০২/২০২১ তারিখ এর এজাহার নামীয়, জি আর ৫২৪/২০ এর ওয়ারেন্ট এবং একাধিক ৬ ছয়টি মামলার
(জামিন প্রাপ্ত) পলাতক আসামি মোঃ জাফর শেখ (২০) পিতা শাহিদুল শেখ মোঃ জারজিদ শেখ (৩০) পিতা মৃত সরোয়ার শেখ, উভায় সাং শরাতলা থানা ও জেলা নড়াইলদেরকে, নড়াইল সদর থানাধীন শরাতলা গ্রাম থেকে।
রবিবার রাত ৯টার সময় নড়াইল সদরথানার পুলিশের এ এসআই দুরান্ত আনিস, এ এসআই তুহিন, গ্রেপ্তার করে আসামিদেরকে নড়াইল সদর থানা পেরন করে।