
এন এম সরকার-
গাইবান্ধার সাদুল্লাপুরে পীরের হাট বান্নী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা হতে গত ১৪’ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে মাদ্রাসার তিন শিক্ষার্থী নিখোঁজ হওয়ার চাঞ্চল্য ঘটনা ঘটেছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলেন, সাদুল্লাপুরের তিলকপাড়া গ্রামের রশিদুল ইসলামের রবিউল ইসলাম (১২), একই গ্রামের রেজাউল করিম এর পুত্র শিপন (১১) ও পলাশবাড়ীর আশমতপুর গ্রামের শহিদুল ইসলাম শরিফ বাবু (৯)।
জানতে চাইলে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা এ প্রতিবেদককে জানান, পুলিশের পক্ষ থেকে ঐ তিন ছাত্রের সন্ধানের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে।