
এন এম সরকার-
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় শান্তিপূর্ন পরিবেশে ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদের স্মরণে ও তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন এর মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচী পালনের মাধ্যমে দিবসটি পালিত হয়।
জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্যের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রসাশন,
পৌর মেয়র ও কাউন্সিলরগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা সংদস কমান্ড, আওয়ামীলীগ, বিএনপি,পলাশবাড়ী প্রেসক্লাব,থানা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের পক্ষ হতে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবদেন করা হয়।
দিবসটি পালনে দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয় উপজেলা প্রশাসন। কর্মসূচীর মধ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ,মসজিদে মসজিদে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও অন্যান্য ধর্মীয় উপসানালয় গুলোতে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।