
ডেস্ক ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চর হোসেনপুর গ্রামে টয়লেটের ট্যাংক থেকে জান্নাতুল ফেরদৌস নামে তিন বছর বয়সী শিশুর বস্তা ভর্তি রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যায় জড়িত থাকার অভিযোগে সহোদর বড় বোনকে (১২) আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে ঈশ্বরগঞ্জের শহীদ মিয়ার ছোট মেয়ে শিশু জান্নাতের মরদেহ উদ্ধার করা হয় বাড়ির পিছনে পুরাতন টয়লেটের ট্যাংক থেকে। সন্দেহজনক আচরণ করায় বড় বোনকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যার কথা স্বীকার করে। তবে কেন তাকে হত্যা করা হয়েছে এ বিষয়ে কিছু বলছে না সে।
অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, হত্যায় অভিযুক্ত শিশুটির আপন বড় বোনও শিশু। তাকে আটক করে ঈশ্বরগঞ্জ থানায় আনা হয়েছে। কিছুটা অস্বাভাবিক আচরণ করছে সে। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।