
ঠাকুরগাঁও প্রতিনিধি: হতদরিদ্র পরিবারদের আর্থিক স্বচ্ছলতা বাড়াতে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ করা হয়। রোববার (৭ মার্চ) গোবিন্দনগরস্থ সংস্থার কার্যালয়ের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিশেষ অতিথি সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, সুসময় মানকিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় হতদরিদ্র পরিবারের ৪৫ জন উপকারভোগীর মাঝে একটি করে বকনা জাতের গরু প্রদান করা হয়। এ পর্যন্ত জেলায় মোট ২১০ জন উপকারভোগীর মধ্যে ১৫৫ জনকে একটি করে গরু বিতরণ করা হয়েছে।