
বালিয়াডাঙ্গী প্রতিনিধিঃ গতকাল বালিয়াডাঙ্গী বর পলাশবাড়ী উচ্চবিদ্যাল মাঠে বিদ্যালয়ের জমি দখল চেষ্টার অভিযোগে এক উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিদ্যালয়ের সভাপতি কাজী ফাহিম উদ্দিন ও প্রধান শিক্ষক নগেন্দ্র নাথ পালের নেতৃত্বে স্হানীয় প্রায় ১শতাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সালিশ বৈঠকে জানা যায়, বিদ্যালয়ের মোট জমি ২ একর ২৫ শতক।যা বিদ্যালয়ের নামে সকল কাগজপত্র রয়েছে।কাগজপত্র থাকা সত্বেও স্হানীয় আব্দুস সোবহান ও সামশুল হুদা বিদ্যালয়ের ১০ শতক জমি দখলের চেষ্টা করে । ভূয়া কাগজপত্রে কোনো জমি ছাড় দেওয়া হবে না বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
ম্যানেজিং কমিটির সভাপতি কাজী ফাহিম উদ্দিন জানান ভুয়া কাগজপত্র তৈরি করে বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা করছে। আমরা কোনোমতেই তাদের কে জমি দখল করতে দিবো না।আইন অনুযায়ী জমি পেলে আমরা দিতে বাধ্য থাকিব।
স্হানীয়রা জানান স্কুলে আমাদের ছেলে মেয়েরাই লেখা পড়া করছে। স্কুলের মান ধরে রাখতে স্কুলের জমির সমস্যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
বৈঠকে স্হানীয় মুক্তিযোদ্ধা, স্কুলের শিক্ষক,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে জমি দখলের অভিযুক্ত ব্যক্তি কেও উন্মুক্ত আলোচনায় উপস্থিত হয় নি।