
কায়সার হোসেন, রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার, রুহিয়া থানার ১৪নং রাজাগাঁও ইউনিয়নের পাটিয়া ডাঙ্গি বাজার সংলগ্ন রাজারামপুর গ্রমের বাসিন্দা আপেল পিতাঃ মাহবুব রহমান এর বাড়ির রান্নাঘর পুড়ে যায়।
২১ মার্চ ( রবিবার) সন্ধ্যায় এই অগ্নি কান্ডের ঘটনা ঘটে।
দৈনিক দেশের পত্র পত্রিকার রুহিয়া থানা প্রতিনিধি ও রুহিয়া থানা প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান আপেল জানান আনুমানিক সন্ধ্যা ০৭ঃ৩০ মিনিটে রান্না ঘরের অসাবধানতার কারণে এ অগ্নিসংযোগ ঘটতে পারে , কারো কোন চক্রান্ত ছিলনা বলে আমার বিশ্বাস।
রানা ঘর অগ্নিশীখা হতে দেখা গেলে এলাকাবাসীর সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি সকলের ঐকান্তিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।