
মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর \ চিটাগাং এ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে ৪ জন ছাত্রকে গুলি করে শহীদ করায় হত্যাকারীদের গ্রেফতার করত শাস্তির দাবীতে দিনাজপুরে
হেফাজতে ইসলাম জেলা শাখার ব্যানারে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।
‘””
শনিবার (২৭ মার্চ) দুপুর ২টায় স্থানীয় ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণ থেকে হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার আমীর আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী ও সাধারণ
সম্পাদক আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন’র নেতৃত্বে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীষ করে পুনরায় ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম জেলা শাখার আমীর আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা সোহরাব হোসাইন, হেফাজত নেতা মোঃ রফিকুল্লাহ
মাজোহেরী প্রমূখ। প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে চিটাগাং এ ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে ৪ জন ছাত্রকে গুল করে শহীদ করার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনার দাবী জানানো হয়। প্রতিবাদ ও বিক্ষোভ
মিছিলে হেফাজতে ইসলাম জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শহরের বিভিন্ন মসজিদ ইমাম-মোয়াজ্জেন ও মাদরাসা থেকে আগত শিক্ষক-ছাত্র অংশগ্রহণ করেন। সার্বিক
নিরাপত্তা বিধানে মিছিলের সামনে ও পিছনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।
মোঃ নূর ইসলাম নয়ন, দিনাজপুর ।
মোবা ঃ ০১৭৭২৮৪৯১৬৪
তারিখ ২৭/০৩/২০২১