
খালেদ হাসান বগুড়া:
বগুড়া ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা সহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে বগুড়া ডিবি ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বগুড়া ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা-সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
০৩ এপ্রিল ২০২১ তারিখ ১৫.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার ধুনট থানাধীন হুকুম আলী মোড় থেকে ইয়াবা সহ মোঃ লিটন মিয়া শেখ (৪৭), পিতা মো: তফির উদ্দিন শেখ, গ্রাম কুড়িগাঁতী দক্ষিণপাড়া, থানা-ধুনট, জেলা বগুড়াকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার ধুনট থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধুনট থানায় ০৫(পাঁচ) টি মামলা রয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে বগুড়া ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।