
স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান
খুলনা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার বি-সার্কেল দক্ষিন এর তত্বাবধানে খুলনার দাকোপ থানার পুলিশের অভিযানে ১২লিটার চোলাই মদ সহ লিটন চৌধুরী কে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৩এপ্রিল শনিবার রাত সাড়ে দশপমটার দিকে দাকোপ থানাপুলিশের অফিসার ইনচার্জ শেখ সেকেন্দার আলীর নেতৃত্বে এসআই ইকবাল ও এএসআই জাফর সঙ্গীয় ফোর্সের সহায়তায় বানিশন্তায় ১২লিটার চোলাইমদ সহ লিটন চৌধুরী পিতা বাবুলচৌধুরী সাং বানিশান্তা থানা দাকোপ জেলা খুলনা কে আটক করে।পরবত্তিতে ৪ এপ্রিল রবিবার আসামী লিটনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে থানা পুুলিশ।