
খালেদ হাসান বগুড়া:
করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে বগুড়ায় গণপরিবহণ ও খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭ মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ তথ্য নিশ্চিত করে এ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আজিজুর বলেন, ‘কোভিড-১৯ নিয়ন্ত্রণ এবং লকডাউন বাস্তবায়নে প্রশাসনের এ অভিযান জোরালোভাবে অব্যাহত থাকবে।’