
খালেদ হাসান বগুড়া:
লকডাউন প্রত্যাহার করুন, অর্থনীতির চাকা সচল করুন, লকডাউন প্রত্যাহার করুন, অনাহারের বিরুদ্ধে লড়াই করুন এই স্লোগানে বগুড়ায় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা।
সোমবার ৫ এপ্রিল দুপুরে রানার প্লাজার ব্যবসায়ীরা এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন থেকে রানার প্লাজার দোকান মালিক ও সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শপিংমল খোলা রাখা মাস্ক পরে ব্যবসা চালিয়ে যাওয়াসহ বিভিন্ন দাবী জানানো হয়।
এছাড়া তারা জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলে বিদ্যুৎ বিল, কর্মচারী বেতন, সার্ভিস চার্জ দেয়া ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে যাবে। তাই সরকারি নির্দেশনা মোতাবেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হলে সকল ব্যবসায়ীদের সরকারকে প্রর্নদনা ভর্তুকি দিতে হবে।
মানববন্ধনে অংশ নেয় রানা প্লাজার ব্যবসায়ী রবি, সালঅম, তুহিন, মন্টি, মনির, রাসেল, আবু বক্কর, রাশেদ, সাইদসহ অনান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।