এন এম সরকার- গাইবান্ধার পলাশবাড়ীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের সম্মানে পলাশবাড়ী উপজেলা সমিতির আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় পলাশবাড়ী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ লতিফুর রহমান সরকার(মানিক) এর সভাপতিত্বে এবং সাবেক শিক্ষার্থী নোমান রুসাফীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগ সাধারণ সম্পাদক ৩১,গাইবান্ধা-৩ মাননীয় সংসদ সদস্য এ্যাড,উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এসময়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শফিকুল ইসলাম সরকার লিপন, সাবেক শিক্ষার্থী উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ সাইফুলার রহমান তোতা, সাবেক শিক্ষার্থী সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কবির ফারুক, সাবেক শিক্ষার্থী সহকারী অধ্যাপক মোঃ রাসেল মাহামুদ তাপস যুবলীগ সভাপতি পলাশবাড়ী উপজেলা শাখা, সাবেক শিক্ষার্থী অধ্যক্ষ মোঃ সুফিয়ান সরকার রোজ, সাবেক শিক্ষার্থী সহকারী অধ্যাপক শামীম মিয়া, সাবেক উপজেলা সমিতির সেক্রেটারি জনাব ইমরান শেখ ইমু,পলাশবাড়ী উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পাপুল ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পলাশবাড়ী উপজেলা সমিতির প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী,সামাজিক,রাজনৈতিক অঙ্গনের নেতা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :