টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে নগরীর কাতালগঞ্জে একটি ভবনের নিচ তলায় উঠা পানি সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে আব্দুল্লাহ খান লেইনের ‘খান হাউস’ নামে একটি ভবন এ ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, গত দুদিনের বৃষ্টিতে তিন তলা ভবনটির নিচ তলায় পানি উঠে গিয়েছিল। নিচ তলার সবাই ওপরে ওঠে যাওয়ার পর তাহের ও হোসেন আইপিএস এর সংযোগ খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে উদ্ধার করে তাদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে
মৃত দুজনের মধ্যে ৬৫ বছর বয়সী আবু তাহের ছিলেন ওই ভবনের তত্ত্বাবধায়ক। আর ৩৮ বছর বয়সী মো. আবুল হোসেন ছিলেন গাড়ি চালক।
এদিকে রোববার সন্ধ্যা থেকে মুরাদপুর, বহদ্দারহাট, বাকলিয়া, পাঁচলাইশ, আগ্রাবাদ সিডিএসহ নিচু এলাকাগুলো পানিতে তলিয়ে যায়।
সোমবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় পানি কিছুটা কমলেও এখনো তলিয়ে আছে অনেক এলাকা। সড়ক ডুবে থাকায় দেখা দিয়েছে চরম যানজট। ভুক্তভোগী চালকরা বলছেন, সড়ক তলিয়ে যাওয়ায় ১২ থেকে ১৪ ঘণ্টা আটকে থাকতে হচ্ছে রাস্তায়।
এদিকে, সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। আরো দুএকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
আপনার মতামত লিখুন :