ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক সুজন ইসলামসহ দুই চালক নিহত হয়েছেন।
২৪ জুলাই রোববার ভোর ৫টায় মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনা ঠাকুরগাঁও সদর উপজেলার ৮ নং রহিমানপুর ইউনিয়নের আদর্শ পাড়া গ্রামের হিরু ইসলামের ছেলে সুজন ইসলাম নিহত হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জ্বিলকদ হোসেন বলেন, ঢাকামুখী যাত্রীবাহী হানিফ পরিবহনের সঙ্গে ঠাকুরগাঁও মুখী ভুট্টাবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সুজন ইসলাম নামে ট্রাক চালক সহ দুজন প্রাণ হারান।
এসআই জানান, এ দুর্ঘটনায় অন্তত আরও ১৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :