শরীয়তপুরে চুরি হওয়া মোবাইলসহ চার চোরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। ঢাকা, বগুড়া ও শরীয়তপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হেলাল হোসেন (৪৭), রায়হান (৩৫), সাইফুদ্দিন খালেদ জুয়েল (৫০) ও আবু কাশেম মোল্লা (৫২)।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব জানান পুলিশ সুপার সাইফুল হক।
তিনি জানান, গত ৭ জুলাই শরীয়তপুর সদর উপজেলার তুলাসার এলাকা থেকে সহকারী জজ হুমায়ুন কবিরের বাসা থেকে একটি মোবাইল ও একটি ল্যাপটপ চুরি হয়। এ ঘটনায় মামলা দায়েরের দুই মাস এক সপ্তাহ পর আন্তঃজেলা চোর চক্রের তথ্য সংগ্রহ করে তাদের গ্রেফতার করা হয়। সংঘবদ্ধ বাক ও শ্রবণ প্রতিবন্ধীরা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা জেলার বিভিন্ন জায়গায় চুরি করে আসছিল। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন, ডিআইও-১ শাহরিয়ার হাসান প্রমুখ।
আপনার মতামত লিখুন :