বলিউডের জনপ্রিয় আবেদনময়ী সুন্দরী নোরা ফাতেহি। বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায় হরহামেশাই। সম্প্রতি তিনি ৪০ মিনিটের একটা অনুষ্ঠানের জন্য পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৫ লাখ টাকা।
আগামী ১৮ নভেম্বর ঢাকায় আসছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ৪০ মিনিটের ওই অনুষ্ঠানের জন্য এই অভিনেত্রী পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৫ লাখ টাকা। এর বাইরেও তার ঢাকায় আসা-যাওয়া এবং থাকা বাবদ কিছু খরচ রয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। আইটেম গার্ল খ্যাত নোরা ফাতেহিকে ঢাকায় আনছে উইমেন লিডারশিপ কর্পোরেশন। প্রতিষ্ঠানটির একটি ডকুমেন্টারির শুটিংয়ের জন্য।
নোরা ফাতেহিকে ‘উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য ১১ লাখ ৮০ হাজার রুপি পারিশ্রমিকে (বাংলাদেশি মুদ্রায় ১৪ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা) নিয়েছেন। তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুটিংয়ে অংশগ্রহণ করেন।
তবে পারিশ্রমিকের ওপর ৩০ শতাংশ উৎসে করের পাশাপাশি বাড়তি ২৫ শতাংশ মূসক বা ভ্যাট দিতে হয়েছে অভিনেত্রীকে।
আপনার মতামত লিখুন :